প্রতিটি বাঁধের গায়ে গায়ে অনির্দিষ্ট গর্ত।গর্তগুলোতে পরিচিত ও অপরিচিত পোকামাকড় ও বিষধর জীবের সংসার।অথচ মুহূর্তে ঝড় লাগলে নীরবে অনেকে মারা যায়।কেউ কেউ বাঁধের  উপরে উঠে এলেও মানুষের শব্দগুলো ছিটকে যায়।নির্দিষ্ট একটা বাসা না থাকায় ভাগ হয়ে যাওয়া বাঁধে বহিরাগত জীবনের  শব্দ ঘুমায়।