দীর্ঘক্ষণ বর্ণচোরা  শব্দরা অজান্তে এদিকে -সেদিকে ঘোরাঘুরি করছে
অথচ  নানান সুর বেজে যাচ্ছে অবহেলায়
যে যেমন ভাবে তা  বাজাতে থাকে
বিভিন্ন বর্ণের ভেতর—
শুদ্ধ ও অশুদ্ধ  স্লোগান।


গ্রামের সেই গরীব মেয়েটি
চরিত্র  বদল করেছে...
যারা তুলে নিয়ে  রাস্তার ধারে উলঙ্গ শরীরে
ঢেকে দিয়ে যায় তেরঙ্গা পতাকা।


তার অতি প্রিয়জনেরা ছুটে বেড়ায়  
কান্নায় ভেসে আসে অপূর্ব জয়গান
ভারতমাতার গায়ে কতশত সেই গরীব
চরিত্রহীন মেয়েরা
এই স্বাধীনতা এলে
অপূর্ব সাজে বন্দেমাতরম বলে হাঁক দিয়ে যায়।