বঙ্গের বন্ধু-প্রতিটি বাঙালীর হৃদয়ে যাপন
সম্বন্ধ স্থাপনের   দুটি দেশের সাঁকোর শিল্পী
যিনি  জোর গলায় বলেছিলেন-
"ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, বাংলা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে। "


তাঁর কণ্ঠে বজ্রকঠিন সাহস
স্বাধীনতার পথে হেঁটে যাওয়া
সেই মানুষটি কতশত রাত জেগে
নিজের স্বপ্নের ঘরে
বাঙালি জাতির পূর্ণভূমি গড়েছেন
মুজিবুর আর বাংলাদেশ
একটি দেশের নাম।


তোমার স্মরণে বাঙালি জাতি আজ
বঙ্গবন্ধুর শতবর্ষে নতুন করে পরেছে সাজ।            


      


    
      (মুজিব শতবর্ষ)