জল, জল আর চারদিকে দিগন্ত রেখা জুড়ে  পরিস্কার শাদা জল
উঁচু ঢেউ খেলে চলে আসছে উঁচু গাছ,উঁচু বাড়ি মাড়িয়ে
সারাদিন ধরে  অন্ধকার করে মেঘের গায়ে জ্বর
ভাঙা গাঙের পাড়ে শূন্য আকাশে পাখিরা  দ্যাখে বৃষ্টি শ্মশানে
ভেসে যাচ্ছে মরা মানুষের মাথা,বুক,হাত,পা
এ গভীর মাঠ,ডোবা,  সবই সমতল মোড়া শাদা জলে
ছোট ছোট শিশুদের কান্না  অনন্ত গভীর জলের নীচের থেকে
ভেসে আসে  মৃত মায়ের কানের কাছে
সমস্ত রাস্তা বরাবর শামুক, গেঁড়া আর সাপেদের ঘর
মানুষের শরীর পড়ে  ত্রাণ শিবিরের লাইনে লাইনে
ব্যথা, যন্ত্রণার ভেতর  স্বজন হারানোর শোকে
উলঙ্গ শরীরের ছায়ায় চিৎকার, চিৎ, উপুড় বিভৎস মৃত্যুমুখ জুড়ে


অবিরাম বৃষ্টি ধারায় বন্যা নামে কেবলই শাদা জলে।