ওই দিকে উঠানের পাশে দিয়ে ধীরে ধীরে
বাড়ির বৌঠান ঘরের ভেতরে গেল— উজ্জ্বল সোনার আলোকে আঁকা যৌবনভরা শরীরে হেঁটে যাচ্ছে
কেঁপে উঠে আমার রক্তমাংসের শরীর


কমনীয় ঠোঁটের প্রতিভা দিয়ে
অন্ধকারে বৌঠানের শরীরে মিশে যাচ্ছে
ক্রমশ পশ্চিম আকাশের মৃদু আলো ঠেলে...


শুধু বৌঠানের গায়ের ঘ্রাণ
ওই উঠান জুড়ে —
আমার স্মৃতিতে  লেগে আছে।