আমি বর্ণমালার ভেতরে
দেখে যাই স্বর ও ব্যঞ্জনের আলিঙ্গন
টানটান উচ্চারণ।সমূহ বর্ণের ভেতর
ডুবে যাই, ঘুমিয়ে পড়ি
একেবারে চন্দ্রবিন্দুর পাতায় পাতায়


আবারও সব নতুন করে লিখতে চাই
পুরোনো শব্দের অভিধান ভেঙে
নতুন অভিধানের ভেতর ধ্যানমগ্ন হই


ঝঞ্ঝা থেকে অনেক দূরে বর্ণমালা বদলে দিলে
আনন্দে সম্মুখে হেঁটে যাই
শৃঙ্খল বর্ণমালার ভেতরে।