অতিসহজ ছক ভাঙা ছন্দ;কবিতার বিলাসিতা
অক্ষর, বর্ণ, শব্দের সহবাস
কবিতায় মিলিয়ে দেওয়া ;নতুন ধারাপাত
প্রজন্মের বেড়াজালে ;শব্দ বাঁধনহীন
কোথাও ভেঙে যায় বাক্য সৌজন্য
গদ্য, পদ্য কবিতার শেষে অমিল  সংবাদ


নদী, মৃত্যু থেকে ;চাঁদ, সূর্য
সবকিছু মিলিয়ে কবিতা
তবুও কত রোজ আলোচনা


কবিতার ঘোর এ বড়ো বিস্ময়।