সমস্ত  দিনের  শেষে স্থির ব্যাকরণ জল
হয়ে যাওয়া চড়া তাকিয়ে খাঁ খাঁ  রোদে
নিমেষে পাখিরা জেগে থাকে অবিকল
শূন্যতার উপহার দিয়ে যাই  আহ্বালাদে।


কত নাটকের  শেষে চেহারা বদলে যায়
পরিশ্রম  শুধু শরীরে ক্ষত বিক্ষত করে
শূণ্যপুরে  একা আজ বড্ড অসহায়
এই রূপেও সাজিয়ে  রাখি নতুন উপহারে।


নিজেকে নিয়ে আর ভাবিনা বিশেষ ভাবে
জানালার  পাশে নিমডাল নেমে আসে বলে
অন্ধকার  আরো অন্ধকারে হয়ে যায় স্বভাবে
দিগন্ত অবধি উপহার নিয়ে সঙ্গে   চলে।


প্রিয়জন কত ফিরে যায় বহু অবিশ্বাসে
হিসেবের খাতায় শূন্য  থাকে হিসেব করি না আর
হাতে হাত রাখে না আর ফেলে  দেয় পাশে
সেই ব্যর্থতাই আমার কাছে অমূল্য  উপহার ।