শীত শেষে এসেছিলে দুয়ার মাড়িয়ে
অন্তরে বাহিরে ছিলো যত অন্ধকার
মুছে দিলে সব  বসন্ত চরণে এড়িয়ে  
আমি -তুমি  বসে সুন্দর শ্রীচরণে।


শীত ঘ্রাণ, মেঠো ইঁদুর,  নবান্নের সুরে সুরে
সুরেলা আলোকের রঙে রঙ্গিন আকাশ
নিঃশব্দে  সব ভুলে চতুর্দলায় উজ্জ্বল আলো করে
প্রেমের আলোতে ডুবে বসন্ত চরণে।


বৃদ্ধকালের ভোগের নদীতে পাড় ভাঙ্গে
শরীর, দুয়ারে ঘুণের বাসা  কতটা সময় আগে।