১.


একটা ঋতুর শেষে
আর একটার ডাক
পলাশ ছায়ায় আশীর্বাদ বর্ষণ
নিশ্চিত বসন্তের ডাকে


কতগুলো প্রয়াস বর্তমান আর ভবিষ্যতে
চারিদিকে ওজন বায়ুস্তর
সমাধানহীন খোলা  রাস্তায়
বিমর্ষ চিন্তার ভাঁজে
অলস পথে   নতুন প্ররোচনা
অদ্ভুত উল্লাসে
সারা আকাশ আলোময়


বসন্তের ডাকে।



২.


ঘটা করে বসন্তের আয়োজন
সময় হাত নাড়ে
বাগানে অজস্র ফুল ফুটে আছে
আকাশে কুহুরব   বিপ্লব ঘটায়
শিমুল ফুলের ঘ্রাণে
প্রেমের কথা ভাসে
এই সুন্দর বসন্তে
কত স্বপ্ন আসে।



৩.


কতগুলো সমারোহ
শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া
স্রোতময় জীবনে এগিয়ে চলা
বুকের মাঝে রক্তিম লাল
সে তো তোমার, আমার চেনা
একুশ আগুন
বসন্ত ফাগুন
কত শহীদের দান


আমি ফাগুন বার্তাবহ
জন্মেছি জারুল ফোটার কালে
বসন্তের ঝাঁপি খুলে


আসুক পুষ্পপ্লাবন
সবার অন্তরে আর প্রাণে।



৪.


অতীত কথা আজ বেশ মনে পড়ে
কত ধূলিকণা জমে মনের ভেতরে


শীতের কঠিন তাপে ডুবে সকলেই
কুয়াশার গন্ধ আসে  রোজ বিকেলেই


শুকনো পাতা ঝরে পড়ে রোজ হেমন্তেই
মনের ইচ্ছে জাগে প্রাণের   নতুন সুরেতেই


নতুন করে বাঁচতে চাই এই ফাগুন বসন্তে
ছুঁয়ে দাও এপ্রাণে নতুনের আহ্বান এ দিগন্তে।



৫.


তুমি আসবে কিনা জানি না
তবে বসন্ত আসবে দেশে
ফাগুন রঙের বেশে


তোমার ভয়ে কেউ আসবে কিনা জানি না
তবে বসন্ত আসবে দেশে
ফাগুন রঙের বেশে


ফুল ঝরলেও ফুল ফুটবে কিনা জানি না
তবে বসন্ত আসবে দেশে
ফাগুন রঙের বেশে


আলোর রোশনা না থাকলে অন্ধকার আসে
ভয়ার্ত চেহারা মুছে দিলেও
তবে বসন্ত আসবে দেশে
ফাগুন রঙের বেশে


তুমি যদি চলে যাও দূরে
ভালোবাসা  না রাখো অন্তরে
তবুও বসন্ত আসবে দেশে
ফাগুন রঙের বেশে


তোমার -আমার সব  সুর উড়ে গেলেও
তবে বসন্ত আসবে দেশে
শুধু তোমার ভালোবাসার বেশে।