অনেক  রাতে মায়ের হাতে বেড়ে ওঠা  গাছটি
পাশাপাশি  প্রতিবেশীদের সাথে কথা বলে
নিবিড়  ব্যঞ্জনায় মিটমিট  করে  রাতের আকাশ
যেখানে  তারারা মিলিয়ে  নেয়
গত জন্মের  সদস্য
আমিও  খুঁজি আমার সেই 'মা' কে
যা লাল পলাশ ও শিমুলের  ভীড়ে


বসন্তেও 'মা' গাছ হয়ে ছায়া দেয়।