জানো বসন্ত
তোমাকে  নেয়ে গভীর প্রেমের কবিতা লিখতে গিয়ে
বারবার  অসাবধানতা বসত অসম্ভব ভয় হয়
তোমাকে সকালে দেখে যাওয়ার সময়
তোমার কপালের লাল সিঁথি দেখে
আবারও  ফেরার পথে মিলিয়ে যাওয়া রোদের স্পর্শ
তখন  কি ভালো লাগত  বসন্ত
এমন কী তখনও  আকাশে বকেদের ডানায়
উড়ে যায় সুমধুর  প্রেম ঘ্রাণ
এভাবেই  জীবনভোর তোমাকে খুঁজে চলেছি
একেবারেই নিজস্ব প্রেমের ভাবনায়।