সেই সকালের পর দুপুর গড়িয়ে গেল
অথচ আমার গন্তব্যস্থানের  বাসটি এখনও এলো না
কি জানি  রাতের ঘুমটি তেমন হয়নি বলেই
সেই সকাল মোরগ ডাকার আগেই  কুয়াশা কাঁধে নিয়ে
এখানেই একটুখানি ঝিমোচ্ছিলাম


দুপুর ভেঙে  বিকেল এলে
স্নেহ - মমতা নিয়ে বাসায় ফিরছে পাখিরা
আমার গন্তব্যস্থানের  বাসটি এখনও এলো না


পাসের ভিখিরি  সেও চলে যাচ্ছে দেখে
আমি যেই উঠে দাঁড়ালাম
ঠিক তখনই সূর্যটা দীঘির জলে ডুবে যায়


আমি তখনও  বাসের অপেক্ষায়।