ভোর হতে না হতেই খিদে  বাড়ে
ভয়ের অনুশাসন; চারিদিকে বিনীত খাকি  উর্দিপরা মুখ
কড়া হাতে শিকারের খোঁজেঃ চারদিক ছোটাছুটি
বেণুবন আতঙ্কে কাঁপে
আকাশ থেকে  নীল -কালো  কালির মতো অন্ধকার নামে  
বেণুবন ঘিরে ফেলে বেড়াজালে
ভিতরে অসহায় মুখ; দু'হাত জোড়
সময় চেয়ে আকাশের দিকে
মৃত্যুতে শেষ কথা হবে : শাসন ত্রাস


শাসিয়ে বেণুবন ক্ষমতায় অনড়
আর একবার চাওয়া-'মহাশূন্য'
কথাগুলো বিরোধী বিরোধিতা
খিদে শুধু শুরু হয়, শেষ হয় না বেণুবনে
সব খিদে মিটে গেলে... আবারও ভোর হয়


এমন স্বাদের বেণুবনে ;বেশ তো আছি!