সরস্বতী বিদ্যাবতী
বিদ্যা দিয়ে যাস
বছর বছর পুজো নিয়ে
মায়ের কাছে যাস  


তোর জন্য না খেয়ে আজ
পুষ্পার্ঘ্য দিচ্ছি পায়ে
মন ভরিয়ে দিস আমায়
বিদ্যাটা আমায় দিয়ে


মন্ত্র পেয়ে বেজায় খুশি
শপথ নিস দিস ভিসা
বইগুলো সব পড়তে হবে  
এটাই একমাত্র তোর দিশা  


ধরা ছোঁয়ার বাইরে না যাস
আমার কথা শুনে
জীবন তবে স্তব্ধ হবে
সারাজীবন কষ্ট গুনে  


আজ এই দিনে পুজি তোকে
কিসের আশায় শুনি ?
বছর বছর এই দিনে তুই  
আসবি সময় গুনি


বীণাপানি হাতে নিয়ে
এলি  আমার জীবন ধরি
আজ এই দিনে কথা দিলি
বিদ্যা দিবি প্রাণ ভরি।