বাতাসে ভাসছে বর্ণ আর শব্দ
তোমার নিজের জন্মভিটেয়
মাতৃভাষার জয়গান
বহুভাষাবিদ, নারীশিক্ষার
গন্ধ ভেসে আসে
নেই তুমি আজ এই এখানে
সত্যি নাকি বিদ্যাসাগর ।
তোমার দয়ায় কত মানুষ
নিজেকে চিনেছে নিজের করে
কত মানুষ  আজ শ্রদ্ধা করে
হাওয়ায় তোমার গন্ধ পেয়ে
ভিড়ের মধ্যে ফাঁকফোকরে
আস্তে আস্তে  প্রণাম  করে
রোদ শিশুরা চিকিরমিকির
করছে তোমার ছাতার ভেতর
মায়ের আশা পূরণ করে
সমাজ সেবায় এগিয়ে গেলে
ছোটো খাটো বিষয় আশয়
সবার মাঝে ছড়িয়ে দিলে


তোমার চটি  উঠানে পড়ে
কত মানুষ আজ ভীড় করে
তুমি এখন  রাগ করেছো
বলছো বসে কাছে এসে
এই গরমে  এতো মানুষ
সপ্তাহ ঘিরে তোমার জন্মদিনেভাসে


কবিতা পাঠ , ছবি আঁকা ,
নানান কর্ম তোমায় নিয়ে
শকুন্তলা , সীতার বনবাস
তোমার লিপির নতুন প্রয়াস


জগৎ ব্যাপি বীরসিংহ  আজ


জ্যোৎস্নারাতে বনে বনে
মৃত্যু ঘোরে ছায়ায় ছায়ায়
চারধারে  সেই বটের ছায়ায়
দিকহীনতার দিকের খোঁজে
বিদ্যাসাগর  উপাধিতে


২০০তম  জন্মতিথিতে
তোমার ছায়াতে ছায়া বাড়ে
সারা বাংলায় বীরসিংহ গাঁয়ে।