গোটা বিশ দমবন্ধ ঘরে আটকে
সারা পৃথিবীতে বিশ যেন বিষ ছড়িয়ে
মৃত্যুর আর্তনাদ শব শ্মশানে
বিপজ্জনক সময়ে বাঁধা আছে জীবন


খাঁ খঁ রোদ আর সোঁ সোঁ বাতাসে
নিভে যায় সকাল, দুপুর, সন্ধ্যা
এই উদ্ভ্রান্ত সময় গলিত ভবিষ্যৎ


চোখের নিমেষে বাড়ি হয়ে ওঠে শ্মশান
যেখানে ছড়িয়ে  উসকোখুসকো খড়, কংক্রিটের চাঙর, দু'একটা এলোমেলো পোশাক...


স্টিলের আসবাবপত্রের শব্দে কেঁপে উঠেছে বিশ অর্থাৎ গোটা বিশ সাল
অথচ চেয়ে দ্যাখো শাদা কাপড়ে মোড়া বিশে-বিষের যন্ত্রণা


এইমাত্র সবার অলক্ষ্যে একুশ বাড়িয়েছে
জীর্ণ শরীরে শীর্ণ দুটি হাত