বিশ্বাস করো —
এই পথ ঘাট ঘুরে
যেখানে  শিশু শ্রমিকেরা ঘাড়ে করে
কাজ ফেরি করে নগরে প্রান্তরে
তাদের ছায়া কেবল  মধুক্ষরা জলে
ডুবে আর ভাসে সমস্ত দিনের শেষে
মনে হত ইট আর পাথরের সাথে -
তাদের কষ্ট বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম হয়ে ঝরে


বিশ্বাস করো!
শোনা যায়—
তাদের নিয়ে প্রথম কতবার রাষ্ট্র ভাবে
কতবার তাদের কষ্ট বেচে শিক্ষার আর্তচিৎকার

ওঁরা  হেঁটে যায় ভাবমুখে
কত স্বপ্ন দেখায় উচ্চাবতায়
সেই সব শিশু শ্রমিকের...


বিশ্বাস করো...