কয়েকটি দিন জানালার চোখে চোখ রেখে
আধমরা প্রাণে আলপনা এঁঁকে
দাঁড়িয়ে  তুমি ষষ্ঠীর ঘটে
তোমার চোখে কালোছায়া ;প্রতিজ্ঞাবাক্য  
যে সুরে তুমি অভয়া
সে সুর আজ বিষাদ
তবুও বিসর্জনের বিজয়ার আলিঙ্গণ
মাল দাঁত খুলে পড়েঃ উন্মাদনায়
তোমার শরীর  থেকে খুলে পড়ে
পরিশ্রমের অলংকার
অজস্র পাপের তৈরি সেনানি
যা আজ স্বপ্ন ভাঙার মেঘ।


পাড়ার মোড়ে কিংবা ফুটপাতে
মেয়ে মানুষের উত্তাপে হাঁটে কদর্য পুরুষ


কত ছলা কৌশল;মনুষ্যত্ব ইমারত
টুপটাপ খসে পড়ে নিষ্পাপ মেয়ে


সভ্যতার মানবিকতা ; চরম সঙ্কট
তুমি তবুও  বিদ্রুপ করো ;নিজের অজান্তে
আজ তবুও শেষ নয়


যেখানে করুণ সুরে বেজে ওঠে
উপক্ষিতা বিসর্জন ; সহস্রাধিক ক্রন্দন।