বিষণ্ণতা আমাকে রোজ সকাল হলেই ডাকে
ঝরা কুসুমের নগ্ন রক্ত দেখে
বর্ষার মেঘে জমে থাকা কুঁড়ি জল
ধীরে ধীরে ঝড় বয়ে আনে
তবুও প্রতীক্ষায় দুচোখে দাবানল
দেখি বিষণ্ণ রাতের কোলাহলে
মায়া ঘেরা আহ্বানে
প্রতিদিন বৃষ্টিমাখা জলে
নয়ন ভরে বিষণ্ণতার ছায়া দেখি...