সময় যখন  সরে দাঁড়ায় পুকুর পাড়ে
আমি তখন সব আপনজন  হারিয়ে ফেলি
নিজেকে স্মৃতির জঞ্জালে লুকিয়ে রাকি
সেই বাড়ি, বাড়ির উঠোন, উঠোনে তুলসীগাছ
যেখানে  আপনজন বলতে ছেঁড়া শাড়িতে তুলসীতলায় বসে থাকা মা


সেই  আশ্রয়ে বড়ো হওয়া
অনেক ব্যথা - বেদনা - যন্ত্রণার থেকে
আজীবন আবারও আশ্রয় খুঁজি
হেঁটে হেঁটে ক্লান্ত  শরীরে
আজ শুধু একা আমি


কখন কেউ আমাকে আদর করেনি
ঠিক সেই মায়ের মতো


হঠাৎ বোধহয়  সেই ছায়া মেলে
আমাকে জড়িয়ে  ধরে
ঠিকানা হয় সেই পরম আশ্রয়।