প্রাণের দেশ এপার ওপার
প্রমাণ করে সীমান্ত
ভাষা মেলা, ভাষা খেলা বাঁধ সাধেনি
মিলনের প্রাঙ্গণে
যেখানে শিশির ভেজা ঘাসে কত পদচিহ্ন আঁকা    


একাত্তরের   মুক্তিযুদ্ধ ছিলো রাত্রিরা নিশ্চুপ
চিতাভষ্ম উড়িয়ে ভোরের রৌদ্রের  জন্য
অপেক্ষায় ছিলো অচেনা সীমান্ত
বুঝেছিল হিংসাত্মক রক্তাক্ত মনের সীমানা  


আবারও শিশিরভেজা ঘাস
তফাৎ শুধু কত কত রক্তের দাগ
জোনাকিরা ঘুমহীন চোখে
এঁকে দেয় ক্লান্তির ছাপ


পরিচয় চায় মাথা উঁচু  করে বাঁচতে
চায়না যুদ্ধ, শুধু চায় একটু ভিটে আর একটু ফ্যান ভাত


হিংসায় জেগে ওঠে অজানা রাত্রি
রাজনীতির থাবা এখন সীমান্তে


অসহায় মানুষগুলো বাঁচতে চায়
বাঁচাতে চায় ভবিষ্যৎ


ব্যথাভরা কণ্ঠস্বরে চিৎকার করে বলে
"আমাকে সঠিক দেশের নাগরিক হতে দাও "।