কবিদের কবিতায় ছবি হারিয়ে গেছে
সত্য,কবিতার ছবি
দিন-রাত  কবিরা গোঁজামিল দিতে দিতে
আর বিশিষ্ট পত্রিকায় নামের শীর্ষে থেকে
তরুণ প্রজন্মের ইচ্ছে, আগ্রহের উপর
পাথর বসিয়ে দেয়
ওরা সারারাত অভিধানে জুলজুল চোখে
নদী, পাখি ও গাছের ছবি আঁকে
কবিতায়  খোঁজে শীত, গ্রীষ্ম ও বর্ষা
অথচ খ্যাতিমান কবি সহজেই ছবি আঁকে
ধর্ম জেগে ওঠে, মানবিকতার ঝুলি শূন্য করে
আশ্রয় নেয় রাজনীতির ছাতায়
ওরা যখন তখন বুদ্ধিজীবীর প্রশ্রয়ে
কবিতায় মিথ্যাটাকে ছবি করে তোলে


যা আজ তরুণ কবিরা বুকে পেন রেখে
উৎস খুঁজে যায়।