অতিমারির দু'একটা  অতীত  পেরোতে না পেরোতেই ইতিহাস  গড়লাম সাইক্লোন। রোজ অন্ধকার   মোমবাতির সুখযাপন।তোমার  রাতঘরে  বৃষ্টিসন্ধ্যার জানালা। মাথার উপর মৃত্যুর দুর্ঘটনা সাজানো  পাহাড়  স্তুপ।কল্পনার  প্রত্যাশায় বাস্তবতা।


লোডশেডিং হাতে নিয়ে সন্তানস্নেহ  জেনেরেটর। আমি হাসি মুখোশ পরে অতৃপ্তির স্বাদ মনের  ভেতর
বেঁচে  থাকার  কয়েকটি দুঃখ অভিমান  ছুঁয়ে জানালার  পাশ  সেলফোনে বুড়ো আঙুল ।   রাতের অসুখ ঘোর হয়। আচমকা বজ্রপাত সহস্রাধিক  বোমারু হলকা। আমার চোখের সামিনে ঝলসানো  হাত - পা। ধোঁয়ায় নিঃশ্বাসে উড়ে  গন্ধ স্রোত
অন্ধকার  আরও  অন্ধকার মনখারাপই  তীব্র  আলোয় বিদ্যুৎ  একান্তই  তোমার বুকের  উপর । সময়টা  বুঝতে  না বুঝতে  ফোনটার চার্জ শেষ ।


তোমার যন্ত্রণা শোনাই আমার বুকে হাত রেখে। এতো কান্না  সহসা  আতঙ্কিত  রাত।বুঝেছি এইটুকু আজ  বেঁচে  থাকার  আগামীকাল  শেষভাগ।



# ২৮/৫/২০২০ তারিখে রাত্রি ১০টায় ভয়াবহ বাজ দুর্ঘটনার   সাক্ষী আমি। তাই নিয়ে এই কবিতা।