১.


অকথিত বন্দি স্বরলিপি
উপাসনা চুপিসারে অন্দরমহলে
কয়েকটি ছিপ বড়শিগাঁথা
সময়ের অন্তর অন্তর ভাজা  হয়


অচেনা বার্তার অলৌকিক উচ্ছ্বাস
স্বরলিপির  উজান জোয়ার
ছলচাতুরীর অকৃপণ।


২.
একটু ভেবে দেখো
খুঁজে পাবে অতীতকে
কি ভাবে মেকিত্ব জালে
জড়িয়ে ফেলেছো
তোমারই প্রিয়জনে


দুই দিকে দুই স্তর
করেছে আঁধার পবিত্রালয়ে।


৩.
ন্যুনতম ব্যবহার আশাতীত
জীবনের কল ঘুরবে সবমিলে
তোমার প্রাণের প্রিয়টিকে
কোথাও পাবে না  খুঁজে জেনে


তোমার দূরে পড়ে থাকা
কয়েকটি মাথা নামানো মানুষ
বিকল্পিত দাবার ছকে
নামহীন আরাধনায় মত্ত।


৪.


চক্রাকারে ঘোরে সময় লাটিম
তুমি -তারা - সে চেয়ে আছো নীলজোছনায়
প্রতিটি চোখ রাঘব- বোয়াল
দুন্দুভি'র শব্দ


প্রতিবাদ ছুঁড়ে ফেলে লক্ষ্য লক্ষ স্বপ্ন
বিতর্কের  প্রক্রিয়া তারে
বিষণ্ণ হলুদ দাঁত
লজ্জা পায়।