ভালো  - মন্দের দীপ্তিতে সমস্ত  আকাশ
নিঃশব্দে বারোটি  হাওয়া খেলেছে  তাস
বিশৃঙ্খল ভাবে ছোটো বড়ো   পাখিরা অচেতন ঘুমে
পৌষালী  রাতে গভীর বেদনার সাক্ষী চুমে।


চলে গেল ২০১৯ ব্যথা বেদনা ঘিরে
বরফ গলানো রাতে দূর  আকাশের পারে
প্রতিটি দিন ও রাত কেঁপেছে শাসকের শাসনে
কতগুলো যন্ত্রণা নদী, মাঠ, আকাশ ও মানুষের  মনে।


কত মৃত্যু জমিতে, খোলা রাস্তায়, ঘাসেদের বনে
আড়ম্বরে কেটেছে সময়ের উদ্ভাবনে
বেকারের হাহাকারে আকুল আকাশে
দুর্গন্ধ  ফুলের ঘ্রাণ ছড়ায় বাতাসে।


বিদায়ের সুর বাজে গভীর চেতনালোকে
২০১৯ বিদায় কোনো   অলৌকিক স্বর্গালোকে
গাছপালা , ঘাস মাটি, আর হিমে
ভুল  সেজে বিদায়ী  উষ্ণ অভিনন্দনে।


২০১৯ তোমার  আর নেই বারোমাস
২০২০ বরণ করে আনছে সকালের  বাতাস।