খবরে একটানা সুখ ভেঙে  অস্ফুট শূন্যতা আনে
তুমুল মতান্তরে তুলে আনি মনখারাপি ব্যঞ্জনা
অসুখ- ঔষধের অভিশাপ ভরিয়ে তোলে
সমগ্র মাথার ভেতর
মায়াময় হালকা অসুখে রঙিন হয়ে ওঠে
অদ্ভুত বিষের উত্তেজনায়


তুমি সুখের ঘরে - মনের ভেতর
মুহূর্তে খবরে একটানা দুঃখের গল্প
প্রত্যাশা দস্যুতায় কথার কারুকাজে


আমি সরাসরি তোমার  ছায়ায়
ভরা অভিমানে নিষেধ করি


দিন-রাত ছিঁড়ে খায়
অজানা মারণ ব্যাধিতে


চাদ্দিক ঝলসে গেলে
মনখারাপ অন্ধকার নামে।