প্রতিটি রাত কাটে অস্পষ্ট ছায়া আয়নায়
কালের সীমানা ঘিরে
দিগন্ত বিস্তৃত স্নেহ
যেন স্নেহের সন্ধিক্ষণ
তখন আর আলাদা আলাদা নই
অনেকটা আশা আর অনেকটা ত্যাগ নিয়ে
একবার পূর্বদিকে  একবার পশ্চিমদিকে স্বপ্নঘোরে
ছায়া স্বপ্নে ডুবি


যতটা তোমার  আশা ব্যাঞ্জক ঠোঁটে পেয়েছি
তাই নিয়ে বেঁচে থাকার  জলে ডুবি


কী ভাবে ভাসতে ভাসতে উঠে এসেছি
ক্রমে ক্রমে নেমে আসে  চোখ  


তবুও সারা হৃদয়ে তুমি
হয়তো হাল্কা ভাবে দেখছো আমাকে
শুনছো তুমি আমার আর্ত ভালোবাসার শব্দ
আমি স্থায়িত্ব পেয়েছি তোমার ঠিকানায়


শেকড়ের মুখোমুখি হয়েও
আগাধ আশ্বাস  ঠোঁটের উপর


পিছুটান তোমাকে দূরত্ব বাড়ায়


দূরত্বের পরিমাপে স্নেহ আঁকি
ছায়া স্বপ্ন ও তুমি।