অজানা মানুষ
নিশ্চিত সুবিধা ভোগী
কতকথা, প্রেম, আমাকে ব্যবহার
পতপত করে তার চরিত্রের রঙ উড়ে
রাতের ঝোড়ো হাওয়া বলে যায় তা


দিনের আলো ফোটার আগে
দুচোখ বেয়ে বৃষ্টি নামে
বাতাসে বাতাসে মায়ের গন্ধ ভেসে আসে
সাবধান বাণী ছুঁয়ে যায় শরীর ঘেসে


ভুল পথ, চেনা সুর আর রাত তারা
এভাবে হোঁচট খাই, যায় জীবন হারা।