জ্বলছে চিতা রাস্তার  পাশে
পাহাড় উঁকি মারে
লাইনে  দাঁড়িয়ে  শবের সারি
কান্না ভাসে ঘরে ঘরে।


কাঠের অভাব শ্মশান জুড়ে
আগুন দেবে কে?
আর কতদিন এমন হবে
থাকবে নরকে।


উড়ছে চিল,ঘুরছে কাক
কবর আর শ্মশানে
দু ' চার টু মাংসের গন্ধে
আনন্দ জাগে প্রাণে।


দূর থেকে ঐ হাড় ফাটে
স্বস্তিতে নিঃশ্বাসে
শিরায় শিরায় আগুন ছোটে
গন্ধ ফেরে বাতাসে।


কি ভাবে আর বাঁচবে কেমন
মৃত্যু শহর গ্রামে
মিছিল, মিটিং  চলছে জোর
শ্মশান   সিংহাসনে।


মৃত্যুর আশায় হাত পড়েছে
ধারালো  তরোয়ালে
প্রতিশ্রুতির সান্ত্বনা  ঘোরে
আড়ালে  আবডালে।


ছেলের থেকে বাবা-মা যায়
চিতার সারিতে
মা ও কাঁদে, বাবাও কাঁদে
ছেলের মৃত্যুতে।


কে বা কারা খোঁজে না আর
বাঁচার  আনন্দ
চিতার লাইনে দাঁড়িয়ে দেখে
কি সুন্দর! মৃত্যু গন্ধ।