তোমার চোখে ভাঙছে ঢেউ,আলো খেলছে অলস
চোখের ভেতর নির্জন ঘন্টা বাজছে
শান্ত শব্দহীন...


আমার চোখে গোধূলি আলো- আত্মার জল
শান্ত এবং ধীর...
লতার মতো উচ্চাকাঙ্খী  
তুমি আমার চোখের পাতায় জড়িয়ে উঠেছিলে
অনেক তৃষ্ণা হৃদয়ের শস্যক্ষেতে ভাগ করে


তোমার চোখের সুদূরে  স্মৃতির  আলো
ধোঁয়া আর শান্ত স্রোতহীন  পুকুরে


আমার চোখে এক আকাশ গভীর বিশ্বাস
সুখময় পরিধি অঞ্চল


সন্ধ্যা হয়, রাত্রি নামে
ঝড় তীব্র বেগে


একটু শান্তির খোঁজে জ্যোৎস্না ফুল
চলো চোখের গভীরে ঘর বাঁধি।