দূর আকাশের নীচে খোলা রাস্তায়
সম্ভ্রমহীন হয়ে চাঁদ  শুয়ে


কতগুলো  নামহীন  পাখি
আনন্দে  আরাম করে
পাড়ার ছেলেরা অর্থহীন ভাবে কথা বলে
রাগে, অভিমানে চাঁদ  আপন সুরে
নিরুদ্দেশ  হয়


কয়েকটি  তারা চাঁদ  সেজে
চুপকথা গ্রামে ঘুমের  মধ্যে  রাখে।