১.
প্রার্থনা



গোছানো  হয়নি ঘরে বাইরের সমস্ত কাজ
সময়ের  আতঙ্কে ঘরে বাইরে সাবধান
সর্বত্র খুঁজে পায় আমি, আমি নামক কাজ
পরীক্ষার আয়োজনে আলাপ শুধু ব্যবধান ।


দেশ, রাষ্ট্র সামগ্রিক বাঁচার প্রার্থনা
ভাইরাস মুক্ত  করার কর্তব্য সমাজে  সবার
চারদিকে  হাহাকার ভাসে, দেখে আয়নায়
মারণ রোগ থেকে  বাঁচতে  প্রার্থনা এবার ।


শিশু থেকে  বৃদ্ধ করে আয়োজন
সারি সারি মৃত্যু মিছিলে, ঈশ্বর তোমাকে  প্রয়োজন।

২.
ঈশ্বর অনুধাবন


সামান্য  হাতে লেগে আছে
ঈশ্বর  মৃত্যুর সুধা
নাক ও মুখ আবরণে  আঁকা
দিগন্ত  ছড়িয়ে  হুঁশিয়ারী পরোয়ানা
মৃত্যু ও ঈশ্বর  সম্মুখে
কত রকমের  আশা  নিয়ে  
উড়ে যাচ্ছে পাখিরা
বিশ্বাসের ধোঁয়াশায়
একটু  একটু  করে জমাটবাঁধে


ঈশ্বর  ডাকে
শান্তির  নিঃশ্বাসে
মহামারী  জ্বলতে থাকে
সময় ও দূরত্বের  
মৃত্যুর মহাযাত্রা


শান্তির  বার্তায়
পাখিদের  সংসার নির্জনতায়


তবুও  অভয়বাণী আকাশ আঁকা
ঈশ্বর  ডাকে
সোঁ সোঁ করে বাতাসে
খবর ভাসে
মহামারী  ঈশ্বরও অনুধাবন  করে।



৩.
আক্রান্ত


আমাদের বাড়ির  বারান্দা
যা ছিলো  একান্ত  নিজের
বর্তমান সেখানে  বিদেশীদের আবাসভূমি
পরিবর্তন  শুধু  চেহারায়
চেনা সম্পর্ক  অচেনা,  অজানা


কোথাকার  ভাইরাস  
বাতাসে, জলে, স্থলে
জেগে ওঠে  বিন্দু  থেকে  সিন্ধু তে
পরিসেবা সময় জুড়ে
গ্রাম - শহর
সারাদেশ আক্রান্ত
মৃত্যুর  মহামারীর শেষ  অঙ্কে


তবুও  যারা  আছে
হাতে হাত রেখে
এ মুক্তির  মিছিলে
প্রতিরোধ  গড়ে।