সাত সমুদ্রের সাক্ষাৎকার
প্রতিটি রাত্রে সহবাসী
কথপোকথন সম্ভাব্য গল্পের ছলে
পুরনো,নতুন মিলে খানিক নিজের গল্প
নিঃশব্দে ঢেউ লাগে সফেন ফেনায়
নিঃসঙ্গ পাথরে নোনাজল উপভোক্তা


কথপোকথন নরম
আশ্চর্য মায়াঘেরা
অনেকটা পথ ফেরা
পৃথিবীর শেষ অবধি দেখে গেলাম
বিদায় বেলায়
তবুও হুঙ্কার স্রোতে


রূপকথার নাক্ষত্রিক রাক্ষসের মতো
গিলে খায়  নগর আর গ্রাম
আস্তে আস্তে হয় সব দখল


সব নিয়ে যাও
শুধু  বাঁচিয়ে রেখো


আমাদের সাধারণ জীবনকাল।