দেখ দূরে, ঐ গাঁয়ের  শেষ মঞ্চে গোধূলী সূর্য
বাংলা ভাষার ম্যাজিক ঘরে কথা অনিবার্য।


দেখ দূরে,পরিযায়ী দল হাঁটে ক্লান্তির পথে
উন্মত্ত ঘোষণা বিচিত্র ভাষা বিচরণ এক সাথে।


দেখ দূরে, ভাষা মেলা সাহসহীন  চোখে চোখে
বুদ্ধির সুদ্ধি ঘটে সভামঞ্চে ভাষার কোলাজ এঁকে।


দেখ দূরে, ভাষা বিতরণ কত পাত পেড়ে
ভাষায়  ভাষায় পরিনত  মুখের কথা ছেড়ে।


দেখ দূরে, ভাষার বর্ণমালা  অন্ধকারে  ডোবে
ভাষা নিয়ে মাতামাতি তরুণ  প্রজন্মের  সবে।