১.
অজস্র কলাগাছ পেরিয়ে অত্যাশ্চর্য কুঁড়ে ঘর
আলো - ছায়ায় কৃপণতা থেমে যায়
যোগ - বিয়োগের ব্যথা হিসেব কষে
নারীর চুলের ঘ্রাণ- আগুনের পাড়  হয় দেওয়াল।


২.
মা শুয়ে রাতে মাঝেতে মাদুরে
খড়ের চালের ফাঁক দিয়ে কালো মেঘ নেমে আসে
সহসা সব খড় উড়ে যায়
সারা শরীর ডুবে যায়
তবুও মা ঘুমে অচেতন।