সেই শৈশব থেকে  আমি ধ্বংসস্তূপ দেখলে
মুহূর্তে জ্ঞান হারাই
বাড়ির পাশে কিংবা দূরে পোড়াগাছ,ইটপাঁজা
আগুনে পোড়া বাড়ি
এসবই আমার শৈশব ও কৈশোরের আতঙ্ক
যৌবনে ভেঙে যাওয়া প্রেম
অকস্মাৎ  ভেঙে যাওয়া সংসার —
এসবই আমার জীবনের অঙ্গ


অথচ আমি অজড় হৃদয়ে
ধ্বংসস্তূপের ভেতর  আজও প্রতিদিন
পুড়ে ছারখার হই
আমার অতীত ভয়াবহ ঝড়ে।