সকালের নরম আলো পেরিয়ে
তুমি যখন দুপুরের দিকে অভিগমন করো
বাসস্টপেজ থেকে বাসস্টপেজ
হঠাৎ  মনের ভেতর রোদ মন
বিরক্ত সুরে বন্ধু সন্ধিতে স্বাক্ষর রেখে
কথায় কথায় জেগে ওঠো সুনিশ্চিত
বারবার আমাকে নীরবে দু:খ দাও
তবুও  রাত অবধি শূন্য উঠানে
ভাবলেশহীন ধুসর চোখে
সারারাত জেগে থাকি


শুধু তোমার অপেক্ষায়