আমার জীবনে একেবারে দুটির নতুন অভিজ্ঞতার জন্ম নিয়েছে।
প্রথমটা কোভিড-১৯ অর্থাৎ করোনার নামের সাথে পরিচয়
সংক্রমণ, মৃত্যু। হাসপাতাল ঈশ্বর দর্শন। যেন মুহূর্তে ইতিহাস গড়ে উঠবে।  
দ্বিতীয়টা লকডাউন । বাস, ট্রেন। স্কুল কলেজ সবই স্তব্ধ। এই বিরাট অবসরে এক   অস্থিরতা। আমার মধ্যে ঢেকে যায় ভবিষ্যতের  দিশা। সকাল-সন্ধ্যা - রাত্রি হেঁটে চলেছি। পথ চলার সাক্ষী এক অনুভূতি - মৃত্যু না ভয়ের?


সূর্য উঠে আসছে জানালার পূর্ব দিক থেকে। সূর্য ডুবেও যাচ্ছে ক্রমান্বয়ে।
এই চিত্র করুন কিংবা  মহিমান্বিত।
তারপর থেকে যায় করোনা চিত্রনাট্যের ফিরে আসা প্রথম অঙ্কের শেষ প্রতিচ্ছবি।  
শুধু হাহাকার, মৃত্যু, ভয় ও আতঙ্কের  বাজনা বাজে।
মহাসমারোহে আকাশ, বাতাস। পাখি -নদী। গ্রাম- শহর। হিন্দু- মুসলমান  অন্ধকার মৃত্যুর পথে  হেঁটে চলে...