খাঁ খাঁ  মাঠ—
আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে
মেঘেরা আনন্দে সংসার বাঁধে


দূর থেকে হেঁটে আসা পথিকের ক্লান্তি
কপালে রেখা হয়ে ঝরে পড়ে


সবুজ ঘেমেছে দুপুর প্রবাহে
কোলে বসা শিশু, দেখছে - মায়ের মতো  
দিগন্তের ঐ চাঁদ
নিয়তির হাতে থাকা অন্তহীন গর্ভস্থ থেকে
সবুজের আত্মা ছুঁয়ে যায়।