তুমি
চেয়ে দেখ
পথের ধারে ধারে
হারিয়ে যায় চেনা মুখ
দূরে দূরে  কান্না ভেসে যায়
বিস্ময়ে ঘোর লাগে আকাশের গায়ে গায়ে
চেনা বাতাস ফিরে আসে ঘরে
শবের গন্ধ ছড়িয়ে পড়ে
তবুও  আছি দাঁড়িয়ে
চিনে নাও
আমারে।



২.

কি
ভাবে বলি
আমার যাত্রার পথ
ব্যথা পাবে জেনেই আমি
আনন্দ হাসি মুখে তোমার সামনে
তোমার আনন্দে আমি যাই সেই ভুলে
বেশ খুশিতে ডগমগ শরীর তোমার
ভুলে যাই আমার যন্ত্রণা
যে ভাবে তোমাকে
কাছে পাই
এই!