দু'একটা কথা  গ্রাম কিংবা  শহরে চলে যাচ্ছে
সে সব কথার ফোয়ারা হয়ে
কারা যেন কথাগুলো অতিব সভাঘরে বিক্রি করে
কথার সাথে হাঁটাচলা
প্রতিশ্রুতির তর্জনীতে
উঁচু  স্বরে কথা সারে।


জনতা কথা  লীগের ভিখিরি সাক্ষী
ফেলে যাওয়া  দু'একটা কথা
জেগে  থাকে বেশ ঘোরে
যা ভবিষ্যতে দু'একটা  কথা
থাকবে তোলা
উত্তরের অপেক্ষায়।