দুঃখ  আমার জন্ম সঞ্চয়
দুঃখ ভবিষ্যৎ
শক্ত  পাথর ভেঙে
শুধু শৈশব , যৌবন
দুঃসাহসীকতার জীবনবোধে
দুঃখের সঞ্চার


সবাই যত দুঃখ দাও-দিয়ে যাও
তোমাদের মতো করে  
দুঃখকে বড্ড ভালোবাসি
সারা শরীরময় ঢেকে  


দুঃখের  বিছানায়  শুয়ে
আকাশভরা চাঁদ স্বপ্নে
আনন্দে মেতে থাকি    


তোমাকে আঁকড়ে আমি
অনন্য সাগরে ভাসি


তবুও তুমি দাও দুঃখ,দিয়ে যাও যত পারো    
আমি দুঃখ  ঘিরে বাঁচি,দুঃখ পেতে ভালোবাসি


তোমার সুখের সাথে মিশে যাওয়া
অর্ধেক চাঁদের ছায়া    
পুরনো  দুঃখকে সরিয়ে , ছায়া আলোয়  প্রভাত-স্তব


সবার মাঝে দুঃখের নৌকা বেয়ে
হাসি মুখে আলিঙ্গন।