গ্রাম কিংবা শহরে  
থাকেনা হিসেব দুঃখের
সকাল- বিকেল পথে -ঘাটে
হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী
মাটির ঘর থেকে রাজপ্রাসাদ
সর্বত্র দুঃখের ঠিকানা
হায়! কি কিরে বলি আকুল কণ্ঠে
গরীবের  রক্তে চলে আনন্দ উৎসব  


চোখের ভেতর মেঘ ডাকছে
মেঘের ভেতর চোখ
রোজ এভাবেই দুঃখের হিসেব


কান্না হয়ে নামে।