আমার আর আমাদের  স্মৃতিটুকু ছাড়া আর কিছুই নেই
শুধু ভেসে থাকা বিমুগ্ধ শৈশব আর ক্ষুধার্ত যৌবন
এছাড়া একেএকে বাবা-মা, আত্মীয়রা চলে গেছে
দু-মুঠোর সন্ধ্যানে...


আমার  আর আমাদের স্মৃতিটুকু ছাড়া আর কিছুই নেই
ঘর-দুয়ার উদবাস্তু জীবন
খাঁ খাঁ পৈতৃক ভিটা
নিদারুণ  নিষ্ঠুর চাপে খুঁজে বেড়াই
দু- মুঠোর সন্ধ্যানে...


তারপর শুধু কর্তব্যের জীবন -জীবিকায়
আপ্রান চেষ্টায় বেঁধেছি স্বপ্ন
শুধু দু- মুঠোর সন্ধানে...


আমার আর আমাদের স্মৃতিটুকু  ছাড়া আর কিছুই নেই
সবকিছু ভেঙে গেছে জীবন উৎসবে
বাকিটুকু পড়ে আছে ভাগ্য
তবুও বাঁচার জন্য  খুঁজে বেড়াই
দু- মুঠোর সন্ধানে...