১.
দুপুরের গল্পের ভেতর আর একটি দুপুর
হেলে রয়েছে গায়ে গায়ে
সন্ধ্যার পানকৌড়ি তুলে দিচ্ছে তার গাঢ় রঙ


২.
সবুজের অনশন —
দুপুরের ধারালো আলোর সামনে  
সবুজ আত্মাকে ছুঁয়ে যায়


৩.
প্রাণভরে দেখছি—
বাইরে একটুকু বাতাস নেই
পর্দা ক্রমশ দুলছে
অথচ মনে হয় প্রেমিকার
ছুঁয়ে যাওয়া  ওড়না  দুপুরকে ঘিরে রাখে


৪.
সকালের কোলাহল পেরিয়ে
দুপুরে পাখিদের ঠোঁটে—বিদ্রোহী গান
ভাঙা দুপুরে শুনিয়ে যায়


৫.
শিশুরা খেলছে—
দুপুরের সাদা আলো মিশে যাচ্ছে মেঘের আবডালে


৬.
খালি শরীরে রোদ গায়ে মেখে
দুপুরে হেঁটে যায়  কোনও প্রেমিক পুরুষ


৭.
দুপুর  কথা বলে—
অজানা অনেক আহ্বান
বাতাসের  জঠরে বিষাদযাত্রা


৮.
রিক্ত। মেঘে ঢাকা দুপুর
আকাশের গায়ে শীর্ণদুপুরের আলস্য শৃঙ্গার


৯.
দুপুরের বৃষ্টি গুটিয়ে শুয়ে পড়ে
দেশের ঈশ্বর
প্রত্যক্ষ করি  দুপুরের অলীক বল


১০.


যেদিন সকালের আগে দুপুর হয়
বুঝি নিই মানুষের  একটা পেট আছে