১.
খেয়ার ভাঁজ


পাড়ে পাড়ে জলযৌবন খেলে
কথকতা নদীজল কৃষ্ণ সখী অনুসরণ
এপার - ওপার খেয়া জল শাড়ি পথে


ঠোঁটের কোণে মৃদু  হাসি অপেক্ষায় প্রেম
দুপুর সূর্য বেশ বিকাল খেয়ার ভাঁজে
অনবরত গায়ে গায়ে জলযৌবন।      



২.
এক ঝলক জোছনায়


কিছুক্ষণ মোড়ের পাশে বাঁঁশবাগানের কাছে
জোনাকিরা   জমাটি সংসারে
আদরের ঘ্রাণ নিতে নিতে
আমাকে শান্তির  চুপকথা
এক ঝলক জোছনায় ছায়া মিশে


আমি আমার অতৃপ্তি সংসারে।