.
১.
দীক্ষিত


অনন্ত সময় তোমার জীবন কেটেছে
নটরাজ বরাভয়ের  ছদ্মবেশে
লোভের আকাঙ্খা  তোমার শিরায় শিরায়
ক্ষমতার গর্বে অবাধে ছাপিয়ে গেছো
তোমার স্মৃতির ইতিহাসে


তুমি দীক্ষিত  তোমার মুমূর্ষু  বিবেকের কাছে।


২.
ঘূর্ণি


এতো ইশারায় কাজ কি?
নিজের প্রচ্ছন্নতার সময় কাটাও
এভাবে তুমি পারো না
তোমার জন্ম ভুলে যেতে


এভাবেই ভুলে যাবে সব
প্রস্তুত থাকো জটিল ঘূর্ণির অপেক্ষায়।