দুটো সরল পা আর
বুকে একরাশ দুঃখ নিয়ে
যমুনা নদীর  একমাথা জল
সাঁতরে চলেছে ঘোর সন্ধ্যায়
এপার - ওপার  কঠিন শাসন
পা থেকে ঝরে পড়ছে ভারতের সোনা
হৃদয়ে জ্বলছে দেশের  ভবিষ্যৎ
সামনে- পেছনে হেঁটে মহাযাত্রা
নতুন নতুন পথ পরিক্রমা


দুটো সরল পা
উন্মুক্ত শাখাহীন গাছের নীচে
কতকটা এলিয়ে শুয়ে
রাজনীতির কচকচানি
হাঁটাপথে পঞ্জিকা দেখে
কুঁকড়ে যাওয়া পা দুটো
খোলা দুপুরে ক্ষুধায়, তৃষ্ণায়
সর্বহারার সরলমুখ


দুটো সরল পা    
এগিয়ে চলে
মৃত্যুর মিছিল পেরিয়ে।