১.
ঝরে পড়ছে খরা। তৃপ্ত চোখে।
অমোঘ বিধান। অন্ধকার নামে।      
একটা তুফান। পরিচয় সেই ঝড়ে।
মনে নাশকতা। বিভ্রান্তি হৃদয়ে।
চোখে প্রেম। সকলই একাকী।


২.
আমার প্রেমের গল্প। তোমাকে চিনি না। বলি?
হোক সময়। রাধিকার মতো। অভিসারে। চলি।  
বিরহবেদনা।মুহূর্তের প্রকাশ।ঝড় ঘিরে।চেতনায়।
জীবনের সাথে।গল্পের মতো।তুমি এলে।আয়নায়।
একাকী মেঘ। চেয়ে চেয়ে। শীত। বিছানায় ।
                    


৩.
এবার চলো। অভিসারী পথে।ছোঁয়ার আশ্রয়।
এই মোহটুকু।আদব কায়দায়। জীবন থেকে।
আমার নির্ঘুম। চোখের জলে।সময় ঢাকে।
পরিচিত মুখ।অচেনা বোঝা।নেই প্রশ্রয়।
ভরসা হৃদয়ে। তোমার কাছে। প্রার্থনার।আশ্রয়।


৪.
কুয়াশা মাখা। বাঁকা পথ। চেতনায়। কোলাজ।
অনেক শুভেচ্ছা। অবিশ্বাস। ধুলো মুছি। আজ।
আসন দখল। সদর দরজা। ডিঙিয়ে। অভিনয়।
তবুও যেন। তোমার ঘরে। এতো বিশ্বাস। নয়।


৫.                      
  অক্ষর অক্ষর খেলা। নতুন সাধনা। একাকী।
আলো ভরা। চোখ উঠান। মায়াময়। চেতনায়।
বহু জন্মধরে। উপাসনা যাপন। আমার পার্থনায়। সেই পথে পথে। কতবার আহত। করুনায় দেখি।
৬.
গুঞ্জন। শরীরে কলঙ্ক। কঠোর শব্দ যাপন।
আমি এক। শব্দ বাউল। একাকী করি সাধন।
আমার সমস্ত জ্ঞান। ভ্রম গুণি। চোখে মরিচীকা।
চেটেপুটে খায়। সমস্ত রোদ। দু'দণ্ড ছায়ায় একা।


৭.
শব্দ প্রেমে। পাগল মন। বেচারা নিশিযাপন।
এতো দুঃখ। ধীরে ধীরে। হৃদয় শূন্যস্থান।
আমায় ঘিরে। রোজ রোজ। শব্দে কোলাহল।
এসব আমি। আঁকি একা। চেতনায় কৌতুহল।


৮.


শহর ডাকে। শব্দ ভেঙে। বানান দুঃখ সার।
ভয়ে ভয়ে। গ্রাম কাঁপে। শাখাপ্রশাখা ভার।
হোক শব্দ। সুখের খেলা। এ-তো লীলা নয়।
চিরন্তন। রোজ অভিধান। বানান সংশয়।


৯.


কতবার। একা হয়েছি। শব্দ বিচ্ছিন্ন।
আঘাত যন্ত্রণা। ব্যথা বেদনা। অবষণ্ণ।
মনে মনে। মর্মে মরেছি। শুধু শব্দ এঁকে।
চিরবাউল মন।হেঁটে যাই।সমার্থক বেঁকে।


১০.
আজ মুক্ত। জিতেছি। সময় শেষে।
ক্ষতবিক্ষত। কত কাল। অবশেষে।
মেঘ সরাতে। স্বচ্ছ জোছনা। আলোর দেখা।
মনে আনন্দ। বিস্মিত। এবং চেতনায় একা।